আনোয়ার সাদত জাহাঙ্গীর
ময়মনসিংহ সদরের কামরুল ইসলাম (৪০)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার হয়েছে।খুচরা মাদক ব্যবসায়ী থেকে তিনি হয়ে উঠেন গাঁজা চাষি৷ মানুষের চোখ ফাঁকি দিতে দুই মাস আগে বাড়ির পেছনে আখ ও পুঁইশাক ক্ষেতে বপন করেন গাজার বীজ। গাছ বড় হয়ে উঠলে সাধারণ দৃষ্টি তা গাঁদা ফুল গাছ মনে হওয়ায় স্থানীয়রা বুঝতেই পারেননি সেখানেই হচ্ছে গাজা চাষ৷
তবে শেষ রক্ষা হয়নি। র্যাবের অভিযানে আটক হয়েছেন সেই গাঁজা চাষি কামরুল। একই সাথে উদ্ধার করা হয়েছে ৩৫ টি তাজা গাঁজা গাছ।
সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন র্যাব-১৪ ময়মনসিংহের কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয়।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে একজন খুচরা মাদক বিক্রেতা একটি ক্ষেতে গাঁজা চাষ করছে। সেই সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে ময়মনসিংহ সদরের বিজয়নগর এলাকায় অভিযান চালায় র্যাব-১৪’র একটি দল। এসময় আখ ও পুঁইশাক ক্ষেতে গাঁজা চাষের সন্ধান ও মাদক ব্যবসায়ী কামরুলকে হাতেনাতে আটক করে র্যাব-১৪। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।