সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের পক্ষে তাঁতি দলের সভাপতির নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত
ভোলার বোরহানউদ্দিনে ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্বাচনী প্রস্তুতি ও আগামী সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিমকে জয়ী করতে পক্ষিয়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আল-আমিন চৌধুরীর নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৮ আগস্ট বিকালে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার,নতুন বাজার,দৌলতখান রাস্তার মাথা,নবমিয়ারহাট,ইকোপার্ক,রানীগঞ্জ বাজার,দক্ষিণ বাস স্ট্যান্ড,উত্তর বাস স্ট্যান্ড,বোরহানউদ্দিন পৌরবাজার ও উপজেলা সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় সভাপতির বক্তব্য পক্ষিয়া ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আল-আমিন চৌধুরী বলেন,আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি,আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে সকল কাজ বাস্তবায়ন করেছি,১৭ বছরে বিএনপি ছাড়া মাঠে কেউ ছিল না,আমি বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকার কারণে হামলা-মামলা খেয়েছি,পক্ষিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদারের একমাত্র বিএনপি করার কারণে আমাকে বারবার অত্যাচার -নির্যাতন করেছে,হামলা করেছে,আমার নামে মামলা দিয়েছে,তাদের জন্য এলাকায় থাকতে পারি নাই,কিন্তু ৫ই আগস্টের পরে দল থেকে আমরা কোন মূল্যায়ন পাইনি,দল যেন আমাদের মূল্যায়ন করে এটা একজন তৃণমূলের কর্মী হিসেবে আমার দাবি,আমি সভাপতি হিসেবে নয়, হাফিজ ইব্রাহিমের কর্মী হিসেবে,নেতার সৈনিক হিসেবে তিনি যেভাবে বলবেন সেভাবে কাজ করে যাব,এ সময় তিনি বলেন,বোরহানউদ্দিন-দৌলতখানে আমার নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের বিকল্প কেউ নেই,ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিম কে বিপুল ভোটে নির্বাচিত করে আমরা ঘরে ফিরব।
এ সময় উপস্থিত ছিলেন,তাতি দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।