গাজীপুরে সাংবাদিক তুহিন হ ত্যা র বিচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হ/ত্যা/কা/রী/দের বিরুদ্ধে দ্রুত বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আলহাজ্ব জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও আমগাঁও ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইসমাইল হোসেন, হরিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দেশ চ্যানেল এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুর মোহাম্মদ, সাংবাদিক সোহরাব হোসেন,সাংগঠনিক সম্পাদক আল-আমিন বিপু, উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকতার জামিল, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই আন্দোলনের লড়াকু সৈনিক মিরাজ আলম, হরিপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাসির উদ্দিন সহ অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড জাতিকে স্তম্ভিত করেছে। বর্তমান সরকার যেনো দ্রুত হত্যাকারীদের কঠোর শাস্তির নিশ্চিত করেন একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে ব্যানার নিয়ে হত্যার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এক কণ্ঠে তারা ঘোষণা দেন—সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না।