ঢাকা , মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খোকসায় মানববন্ধন

নাহিদুজ্জামান শয়ন, স্টাফ রিপোর্টার

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় খোকসার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম প্রবীন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। এর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সাংবাদিকদের ওপর হওয়া হামলা ও হত্যার কোনো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করেন মুনসী, হুমায়ূন কবির, সাবুব আলম চঞ্চল, রঞ্জন ভৌমিক, মোমিন হোসেন ডালিম, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, মোমিন ইসলাম, আফজাল হোসেন, হাফিজুল ইসলাম বকুল,নাজিমুদ্দিন ,সবুজ আলী, শামিম হোসেন, মনোজিত মন্ডল, নুরুল হোসেন, নাজমুল হক লাভলু, আমির হামজা,আমিরুল হোসেন, আকরাম হোসেন, রাজ্জাক হোসেন এবং নাহিদুজ্জামান শয়ন ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৭:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
৫৬৫ Time View

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খোকসায় মানববন্ধন

আপডেটের সময় : ০৭:৪৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার প্রতিবাদে কুষ্টিয়ার খোকসায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় খোকসা বাসস্ট্যান্ড এলাকায় খোকসার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি দেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন খোকসা প্রেসক্লাবের সভাপতি মুন্সি লিটন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম প্রবীন। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

বক্তারা বলেন, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুরের চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে, তা দেশের সাংবাদিক সমাজের জন্য এক ভয়াবহ বার্তা। এর সঙ্গে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অতীতে সাংবাদিকদের ওপর হওয়া হামলা ও হত্যার কোনো ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। অবিলম্বে এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করেন মুনসী, হুমায়ূন কবির, সাবুব আলম চঞ্চল, রঞ্জন ভৌমিক, মোমিন হোসেন ডালিম, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন রানা, মোমিন ইসলাম, আফজাল হোসেন, হাফিজুল ইসলাম বকুল,নাজিমুদ্দিন ,সবুজ আলী, শামিম হোসেন, মনোজিত মন্ডল, নুরুল হোসেন, নাজমুল হক লাভলু, আমির হামজা,আমিরুল হোসেন, আকরাম হোসেন, রাজ্জাক হোসেন এবং নাহিদুজ্জামান শয়ন ।