ঢাকা , রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অ্যাম্বুলেন্স আটকানোর অভিযোগে নবজাতকের মৃত্যু: সিন্ডিকেটের মূল সদস্য সবুজ দেওয়ানকে গ্রেপ্তার ডামুড্যায় কাজী বাড়ি জামে মসজিদে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরষ্কার পেলেন ৩০ শিশু কিশোর জনগণ নির্বাচনমুখী হলে কেউ তা বন্ধ করতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা ট্রাম্প-পুতিন বৈঠক- কোনো চুক্তি হয়নি, ইউক্রেনের ভাগ্যে পরিবর্তন নেই ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন, এমন কোনো শক্তি নেই যে বিলম্বিত করতে পারে’ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছে নেই: ড. ইউনূস নির্বাচন বৈধ না হলে আয়োজনের কোনো মানে হয় না: ড. ইউনূস পাকিস্তানের বিপক্ষে যেন না খেলে ভারত, প্রার্থনায় বসে গেছেন তিনি অস্থির বাজার, লাগামহীন সব ধরনের সবজির দাম রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন)’র সাথে ব্যারিস্টার রুকুনুজ্জামানের মতবিনিময়।

ডামুড্যায় কাজী বাড়ি জামে মসজিদে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরষ্কার পেলেন ৩০ শিশু কিশোর

সাংবাদিক

টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় শরীয়তপুরের ডামুড্যায় ৩০ শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ৫ জন পাঞ্জাবী পায়জামা ও ১৯ জনকে গিফট বক্স প্রদান করা হয়।

শনিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম ও মসজিদ কমিটি এবং এলাকাবাসী। উপজেলার ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু-কিশোরদের মোবাইলের কুফল ও অতিরিক্ত আসক্ততা থেকে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

আয়োজকদের একজন উক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা জানান, চলতি বছরের জুন মাসে নামাজ প্রতিযোগিতা শুরু হয়ে চলে টানা ৪০ দিন পর্যন্ত। যেখানে উক্ত এলাকার ৩১ জন শিশু কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ৬ শিশু কিশোর। ২০০ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরদের কে বাইসাইকেল ও ১৮০ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ জন শিশু কিশোর কে পাঞ্জাবি পায়জামা এবং ১৯ জন কে শিক্ষা সামগ্রী গিফট বক্স অনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

সমাজ সেবক বায়েজিদ সিকদার জানান, আমি বিদেশে দেখেছি এমন প্রতিযোগিতা। তাই দেশে আসার পর এ বিষয়ে কথা হয় কাজী বাড়ি জামে মসজিদ কমিটির সাথে এরপর মসজিদ কমিটির আয়োজনে শিশু কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই নামাজ প্রতিযোগিতার আয়োজন।

কাজী বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ নোমান সিদ্দিকী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। তবে আমরা শিশু-কিশোর বয়স থেকে তাদের নামাজের প্রতি আগ্রহী ও মসজিদমুখী করতেই শুধুমাত্র উদ্যোগ নিয়ে আয়োজন করেছি। এই উদ্যোগ শুধু এ মসজিদ নয় আশপাশের গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা হয়ে সমগ্র দেশে প্রতিষ্ঠিত হোক। এতে কোমলমতি শিশু-কিশোর ও যুবকরা মোবাইলের ভুল ব্যবহার থেকে দূরে থাকবে। আর এভাবেই তাদের মেধা সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

বাইসাইকেল পুরস্কার পাওয়া , দক্ষিণ ডামুড্যা গ্রামের বাসিন্দা কিশোর জাহিদ ও সানভী মৃধা তিনি জানান, ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মাধ্যমে এখন মোটামুটি অভ্যস্থ হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়। মুসলমান হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। জীবনের বাকি সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে সবার কাছে দোয়াও চান কিশোর সানভী, জাহিদ সহ অন্যান্য প্রতিযোগিরা।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম বলেন, সব ধর্মের মূল্যবোধ সৃষ্টির কল্যাণে নিবেদিত। তাই যে আয়োজনের মাধ্যমে ওই কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির, শিক্ষক মোঃ মনোয়ার হোসেন,সমাজ সেবক বায়েজিদ সিকদার,

সাবেক ছাত্রনেতা সাব্বির সিকদার, নাজমুল সিকদার, সাংবাদিক মোঃ মিরাজ সিকদার, মসজিদ কমিটির জুলহাস পেদা,জয়নাল সরদার,খলিল মল্লিক। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান বিপ্লব,নিপু সিকদার, নজরুল মাদবর,ছোহান বেপারী,ঢালী মোস্তফা,জালাল বাঘা, মাওলানা আতিকুর রহমান, আব্দুর রহিম,ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম সরদার সহ পুরুষ্কার পাওয়া সকল শিশু কিশোর, তাদের অভিভাবকগন এবং বিপুল সংখ্যক মুসল্লিগণ।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
৫১০ Time View

ডামুড্যায় কাজী বাড়ি জামে মসজিদে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে পুরষ্কার পেলেন ৩০ শিশু কিশোর

আপডেটের সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় শরীয়তপুরের ডামুড্যায় ৩০ শিশু কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনকে পুরস্কার হিসেবে বাইসাইকেল ৫ জন পাঞ্জাবী পায়জামা ও ১৯ জনকে গিফট বক্স প্রদান করা হয়।

শনিবার (১৬ আগষ্ট) বেলা ১১ টায় শিশু কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম ও মসজিদ কমিটি এবং এলাকাবাসী। উপজেলার ডামুড্যা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাজী বাড়ি জামে মসজিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু-কিশোরদের মোবাইলের কুফল ও অতিরিক্ত আসক্ততা থেকে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

আয়োজকদের একজন উক্ত মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা জানান, চলতি বছরের জুন মাসে নামাজ প্রতিযোগিতা শুরু হয়ে চলে টানা ৪০ দিন পর্যন্ত। যেখানে উক্ত এলাকার ৩১ জন শিশু কিশোর অংশ নেয়। টানা ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হয় ৬ শিশু কিশোর। ২০০ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু কিশোরদের কে বাইসাইকেল ও ১৮০ ওয়াক্ত নামাজ আদায়কারী ৫ জন শিশু কিশোর কে পাঞ্জাবি পায়জামা এবং ১৯ জন কে শিক্ষা সামগ্রী গিফট বক্স অনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

সমাজ সেবক বায়েজিদ সিকদার জানান, আমি বিদেশে দেখেছি এমন প্রতিযোগিতা। তাই দেশে আসার পর এ বিষয়ে কথা হয় কাজী বাড়ি জামে মসজিদ কমিটির সাথে এরপর মসজিদ কমিটির আয়োজনে শিশু কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই নামাজ প্রতিযোগিতার আয়োজন।

কাজী বাড়ী জামে মসজিদের ইমাম হাফেজ নোমান সিদ্দিকী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ নিজ হাতে পুরস্কৃত করবেন। তবে আমরা শিশু-কিশোর বয়স থেকে তাদের নামাজের প্রতি আগ্রহী ও মসজিদমুখী করতেই শুধুমাত্র উদ্যোগ নিয়ে আয়োজন করেছি। এই উদ্যোগ শুধু এ মসজিদ নয় আশপাশের গ্রাম, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা হয়ে সমগ্র দেশে প্রতিষ্ঠিত হোক। এতে কোমলমতি শিশু-কিশোর ও যুবকরা মোবাইলের ভুল ব্যবহার থেকে দূরে থাকবে। আর এভাবেই তাদের মেধা সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

বাইসাইকেল পুরস্কার পাওয়া , দক্ষিণ ডামুড্যা গ্রামের বাসিন্দা কিশোর জাহিদ ও সানভী মৃধা তিনি জানান, ৪০ দিন তাকবিরে উলার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার মাধ্যমে এখন মোটামুটি অভ্যস্থ হয়ে গেছি। শুধু পুরস্কার পাওয়ার আশায় নয়। মুসলমান হিসেবে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। জীবনের বাকি সময় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতে সবার কাছে দোয়াও চান কিশোর সানভী, জাহিদ সহ অন্যান্য প্রতিযোগিরা।

এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল ইসলাম বলেন, সব ধর্মের মূল্যবোধ সৃষ্টির কল্যাণে নিবেদিত। তাই যে আয়োজনের মাধ্যমে ওই কিশোরদের ভালো কাজের দিকে উৎসাহিত করা হয়েছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

অনুষ্ঠানে ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ তারিকুল ইসলাম। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা সৈয়দ জিল্লুর রহমান মধু, রেজাউল করিম শ্যামল বেপারী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান কবির, শিক্ষক মোঃ মনোয়ার হোসেন,সমাজ সেবক বায়েজিদ সিকদার,

সাবেক ছাত্রনেতা সাব্বির সিকদার, নাজমুল সিকদার, সাংবাদিক মোঃ মিরাজ সিকদার, মসজিদ কমিটির জুলহাস পেদা,জয়নাল সরদার,খলিল মল্লিক। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মাহমুদ হাসান বিপ্লব,নিপু সিকদার, নজরুল মাদবর,ছোহান বেপারী,ঢালী মোস্তফা,জালাল বাঘা, মাওলানা আতিকুর রহমান, আব্দুর রহিম,ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কালাম সরদার সহ পুরুষ্কার পাওয়া সকল শিশু কিশোর, তাদের অভিভাবকগন এবং বিপুল সংখ্যক মুসল্লিগণ।