অ্যাম্বুলেন্স আটকানোর অভিযোগে নবজাতকের মৃত্যু: সিন্ডিকেটের মূল সদস্য সবুজ দেওয়ানকে গ্রেপ্তার
শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স আটকে রাখার ঘটনায় নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মূলহোতা সবুজ দেওয়ানকে (২৮) শনিবার ভোরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে সদর উপজেলার বেড়া চিকন্দী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার ও স্বজনদের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তান জন্ম দেন। নবজাতক অসুস্থ হওয়ায় রাতেই তাকে ঢাকায় নেওয়ার জন্য ভাড়া করা অ্যাম্বুলেন্সে রওনা হন স্বজনরা। পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও তার সহযোগীরা তাদের পথ আটকে চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। প্রায় ৪০ মিনিট আটকে থাকার পর নবজাতকটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির বাবা নূর হোসেন সরদার শুক্রবার রাতে সবুজ দেওয়ানসহ পাঁচজনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মূলহোতা সবুজকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, “অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার কার্যক্রম চলছে।
শিশুটির বাবা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য জড়িত প্রত্যেককে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।”