Sunday , 19 May 2024
শিরোনাম

ফুলবাড়ীতে মোটা অংকের টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্রের বিধান উপেক্ষা করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের অভিযোগ উঠেছে। উপজেলার রাবাইতারী আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অবসরজনিত কারনে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব না দিয়ে কলেজ শাখার এক জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ায় এ অভিযোগ ওঠে। স্থানীয়রা জানান,মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিষ্ঠানের বিদায়ী অধ্যক্ষ ও সভাপতি এ কাজ করেছেন। এঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষক প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেন আলী ৬ এপ্রিল ২০২৩ অবসরে যান। সরকারি পরিপত্র অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অবসরে যাবার আগে তার সহকারী প্রধান বা উপাধ্যক্ষকে দায়িত্বভার প্রদানের নিয়ম থাকলেও সেসবের তোয়াক্কা না করে একজন সিনিয়র প্রভাষককে দায়িত্বভার প্রদান করা হয়েছে।

সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সরকারি বিধিমালা অনুযায়ী আমার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার কথা থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ মহোদয় আমাকে বঞ্চিত করেছেন। আমার অধিকার ও প্রাপ্যতা ফিরে পেতে উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

সদ্য বিদায়ী অধ্যক্ষ হোসেন আলী বলেন, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র প্রভাষক এস এম রেজাউল হক কে দায়িত্বভার প্রদান করা হয়েছে।

এ বিষয়ে রাবাইতাড়ি গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মাহফুজার শেখের সাথে মুঠোফোনে যোগাযোগ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিযুক্তের ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি রেগে গিয়ে উল্টো প্রশ্ন ছুঁড়ে বলেন, আপনি কি আমার অথরিটি? আপনাকে কেন বলবো!

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট বলেন, বিধি বহির্ভূতভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সুমন দাস,বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন।

Check Also

কুরবানির আগেই অস্থির মসলার বাজার

কুরবানি সামনে রেখে অস্থির হয়ে উঠেছে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে মসলার বাজার। পুরো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x