Tuesday , 14 May 2024
শিরোনাম

নানা আয়োজনে বান্দরবানে বিশ্ব পানি দিবস পালিত

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার: “ভূগর্ভস্থ পানি অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব’ এই প্রতিপাদকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়েছে। ৪এপ্রিল সোমবার সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমবেত হয়।পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলাপ্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক মো.শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার মো.রেজা সরোয়ার,পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর,পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব শফিকুর রহমান’সহসরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় একটি জিনিস হলো পানি আর আমরা অনেকেই এই পানির সুষ্ঠু ব্যবহার করি না।এ সময় বক্তারা পানির যথাযথ ব্যবহার এবং খাল,নদী ও ঝিড়ির পানি রক্ষার জন্য সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Check Also

ইবি ছাত্রলীগের কমিটিতে সানি

দীর্ঘ ৮ বছর বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা পেলো তার পূর্ণাঙ্গ পরিচয়। শুক্রবার (১০ মে) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x