বিজু উৎসব উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।শোভাযাত্রাটি মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৯টায় জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রা উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। এসময় খাগড়াছড়ির রিজিয়নের রিজিয়ন কমান্ডার গোলাম মহিউদ্দিন আহমেদ ও ঊর্ধ্বতন সামরিক কমান্ডারগণ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাঈমূল হকসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
বক্তরা বলেন, এদেশে ভিন্ন ভাষা, সংস্কৃতি, ধর্মের মানুষ বসবাস করে। তারা তাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতি মুক্তভাবে লালন পালন করে বসবাস করছে। এটাই এদেশের সৌন্দর্য। পাহাড়ে এখন উৎসবের আমেজ বইছে। তারা শান্তিতে ও উন্নয়নের পথে রয়েছে। তাই তাদের আনন্দ আরও বেশি ও জাকজমকপূর্ণভাবে উৎসব পালন করছে।
শোভাযাত্রায় চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল সম্প্রদায় ঐতিহ্যবাহী পোশাক পড়ে অংশ নেন। শোভাযাত্রা শেষে টাউন হল প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে নৃত্য ও ডিসপ্লে প্রর্দশন করে।
এদিকে সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি নামে একটি সামাজিক সংগঠন ভিন্নধারার স্লোগান নিয়ে খাগড়াছড়ি জেলা সদরে শোভাযাত্রা করে। তারা বৈসাবি উৎসবে বিকৃত ও কৃত্রিম জৌলুস নয়, প্রথা মেনে উৎসব পালন ও স্ব স্ব সংস্কৃতিকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।