রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের পর জানা গেছে ভবনটি সাত বছর ধরেই ‘ঝুঁকিপূর্ণ’ ছিলো। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন- ভবনটিকে ২০১৬ সালেই ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ঘোষণা করা হয়েছিলো। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সেটিকে নিরাপদ করতে বেশকিছু নির্দেশনাও দিয়েছিলো সংস্থাটি।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগে। সকাল ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার দাবি করে ফায়ার সার্ভিস। তবে তা পুরোপুরি নিভতে সময় লাগবে বলে জানানো হয়।
জানা গেছে, ২০১৬ সালে ঢাকা নিউ সুপার মার্কেট ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ভেঙে ফেলারও সিদ্ধান্ত নিয়েছিলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পরে অবশ্য তা কার্যকর হয়নি।
১৯৫৪ সালে প্রতিষ্ঠার পর তখনকার ঢাকার সবচেয়ে আকর্ষণীয় বিপণি বিতান ছিলো নিউ মার্কেট। ২০০৭ সালে বুয়েটের একটি কমিটি ঢাকা নিউ সুপার মার্কেটের ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভেঙে ফেলার সুপারিশ করেছিলো।