পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কর্তৃক কৃতি বান্দরবানে শিক্ষার্থী সংবর্ধনা প্রদান
২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধোনা ও ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
১৯আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় বান্দরবান সদর উপজেলা মিলানায়তনে উক্ত প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা ও আল-ফারুক ইন্সটিটিউট বান্দরবান স্কুলের এসএসসি পরীক্ষায় A+ প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আবসার চৌধুরী, অধ্যক্ষ,বান্দরবান সরকারি কলেজ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতি,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,বান্দরবান পার্বত্য জেলা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম রিমন, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, এডভোকেট আবু জাফর,আইন উপদেষ্টা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। রিয়াজুল হাসান,সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ,ঢাকা মহানগর।
ছাত্র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুসা, অর্থ সম্পাদক,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বান্দরবান পার্বত্য জেলা।
ছাত্র প্রতিনিধি: তারেক হোসাইন,সেক্রেটারি, ইসলামি ছাত্র আন্দোলন, বান্দরবান।
সভাপতি: আসিফ ইকবাল, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।
সঞ্চালনায়: হাবিব আল মাহমুদ, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা।