ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াগনসিস বন্ধ, এবার বেসরকারি ক্লিনিকের ফাঁদে গরিব রোগী হবে সর্বশান্ত ভিপি নুরের উপর হামলা ও আওয়ামী নেতার জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দীঘিনালা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি মামুন,সাধারণ সম্পাদক রুহুল রিয়াদে সৌদি আরব ফেনী প্রবাসী ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের নেতাকে পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তি ডিবির কেউ নয়: ডিএমপির ডিবিপ্রধান নিজের জুস পান করে অজ্ঞান পার্টির সদস্যই অচেতন নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর চক্রান্ত-ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান

সাংবাদিক

বাংলাদেশ ব্যাংক তার তত্ত্বাবধানে থাকা আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ও দুজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারা সহায়তা করবেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় শাহীনুল ইসলাম আপাতত ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাতে তারা শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও প্রকাশিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় আর্থিক খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ তদন্ত শুরু করেছে।

গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের চাপে বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস পদত্যাগ করতে বাধ্য হন। দীর্ঘ সময় ধরে পদটি খালি থাকার পর চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধানের দায়িত্ব দেয়া হয়। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে তিনজনের নাম সুপারিশ করেছিল সেই তালিকায় শাহীনুলের নাম ছিল না। এর পরও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে প্রধান হিসেবে প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৬:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
৫৭৩ Time View

বাধ্যতামূলক ছুটিতে বিএফআইইউ প্রধান

আপডেটের সময় : ০৬:৩৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

বাংলাদেশ ব্যাংক তার তত্ত্বাবধানে থাকা আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ও দুজন নির্বাহী পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের কর্মকর্তারা সহায়তা করবেন।

গভর্নর ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে জানিয়েছেন, তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় শাহীনুল ইসলাম আপাতত ছুটিতে থাকবেন। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা গভর্নরের কাছে একটি স্মারকলিপি জমা দেন। তাতে তারা শাহীনুল ইসলামকে অবিলম্বে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর দাবি জানান। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও প্রকাশিত হওয়ায় বাংলাদেশ ব্যাংক ও জাতীয় আর্থিক খাতের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগ তদন্ত শুরু করেছে।

গত বছরের ৮ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের চাপে বিএফআইইউর তৎকালীন প্রধান মো. মাসুদ বিশ্বাস পদত্যাগ করতে বাধ্য হন। দীর্ঘ সময় ধরে পদটি খালি থাকার পর চলতি বছরের জানুয়ারিতে শাহীনুল ইসলামকে বিএফআইইউ প্রধানের দায়িত্ব দেয়া হয়। গভর্নরের নেতৃত্বে গঠিত সার্চ কমিটি যে তিনজনের নাম সুপারিশ করেছিল সেই তালিকায় শাহীনুলের নাম ছিল না। এর পরও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে প্রধান হিসেবে প্রজ্ঞাপন জারির পর এ নিয়ে নানা বিতর্ক তৈরি হয়।