আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃময়মনসিংহের ত্রিশালে ৬ এপ্রিল বুধবার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু-পাশে বাজার ও অবৈধ স্থাপনা অপসারনে নোটিশ প্রদান করা হয় একাধিকবার। নোটিশে কোন কাজ না হওয়ায় বুধবার বিকেলে ত্রিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালত অভিযান করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মান, বাজার মূল্য মনিটরিং করে একটি মামলায় অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান,জেলা আইন শৃংখলা কমিটির সভার সিদ্ধান্ত বাস্তবায়নে রাস্তা ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মান, বাজার মূল্য মনিটরিং করা হয়।দখলদারদের সময় বেধে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহকারী কমিশনার( ভূমি) কে সহযোগিতা করেন থানা পুলিশের একটি চৌকস দল।