নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজার রহমান জয়লাভ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় এ ফল ঘোষণা করেন কিশোরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউপি নির্বাচনের রির্টানিং কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে নৌকা প্রতীকে মো. মোস্তাফিজার রহমান চার হাজার ৫০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন আলম পেয়েছেন তিন হাজার ৮৬৫ ভোট।
অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৯৭, স্বতন্ত্র প্রার্থী মো. খায়রুল আলম আনারস প্রতীকে ২ হাজার ৮৫২, মো. আব্দুল বারেক ঘোড়া প্রতীকে ৪৯৩, মো. আবুল কালাম আজাদ মোটরসাইকেল প্রতীকে ১৯৭ ভোট পেয়েছেন।
ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ২১ হাজার ২০৭ জন। এর মধ্যে ১৫ হাজার ১৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ওই ইউনিয়ন পরিষদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত চেয়ারম্যান হাফিজার রহমান গত ৬ ফেব্রুয়ারি মারা গেলে পদটি শূন্য হয়। পরে গত ৯ এপ্রিল ইউপিটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।