ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পাথরঘাটার স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াগনসিস বন্ধ, এবার বেসরকারি ক্লিনিকের ফাঁদে গরিব রোগী হবে সর্বশান্ত ভিপি নুরের উপর হামলা ও আওয়ামী নেতার জামিনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত দীঘিনালা পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ঠাকুরগাঁও গণমাধ্যম কর্মী কল্যাণ ট্রাস্টের সভাপতি জিয়াউর রহমান বকুল ও সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক মিলন বান্দরবান কালেক্টরেট কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচনে সভাপতি মামুন,সাধারণ সম্পাদক রুহুল রিয়াদে সৌদি আরব ফেনী প্রবাসী ফোরামের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের নেতাকে পেটানো লাল টি-শার্ট পরা ব্যক্তি ডিবির কেউ নয়: ডিএমপির ডিবিপ্রধান নিজের জুস পান করে অজ্ঞান পার্টির সদস্যই অচেতন নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা নুরের ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, গভীর চক্রান্ত-ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

সাংবাদিক
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার টম অ্যান্ড্রুস গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় সামনে আনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্ড্রুস জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গাদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন আয়োজনের সফল উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

অ্যান্ড্রুস বলেন, ‘রোহিঙ্গাদের আতিথ্য প্রদান ও সহায়তা করার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রতিও আমরা কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের এই সম্মেলন দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধানে একটি নির্দিষ্ট পথনির্দেশ দেবে। তিনি আরও জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা হ্রাস পাওয়ায় তাঁদের স্বাস্থ্য ও শিক্ষা সহ অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুসের কাছে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন।

অ্যান্ড্রুস রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন অংশীজনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তবে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন। এই ধাক্কা সত্ত্বেও, অ্যান্ড্রুস আশাবাদী যে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারাবাহিক প্রচেষ্টায় একটি দ্রুত ও টেকসই সমাধান খুঁজে পাওয়া যাবে। তিনি এই লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুস আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি অংশীজন সংলাপে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
৫৩৬ Time View

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

আপডেটের সময় : ০৫:৫২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টার টম অ্যান্ড্রুস গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক এজেন্ডায় সামনে আনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্ড্রুস জানিয়েছেন, আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গাদের নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন আয়োজনের সফল উদ্যোগের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তিনি।

অ্যান্ড্রুস বলেন, ‘রোহিঙ্গাদের আতিথ্য প্রদান ও সহায়তা করার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং এই সংকটের একটি স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রতিও আমরা কৃতজ্ঞ।’

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জাতিসংঘের এই সম্মেলন দীর্ঘস্থায়ী এই সংকটের সমাধানে একটি নির্দিষ্ট পথনির্দেশ দেবে। তিনি আরও জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা হ্রাস পাওয়ায় তাঁদের স্বাস্থ্য ও শিক্ষা সহ অত্যাবশ্যকীয় পরিষেবা প্রদানের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি অ্যান্ড্রুসের কাছে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত রাখার অনুরোধ করেন।

অ্যান্ড্রুস রোহিঙ্গা সংকট সমাধানে বিভিন্ন অংশীজনের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার প্রশংসা করেন। তবে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের উদ্যোগের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেন। এই ধাক্কা সত্ত্বেও, অ্যান্ড্রুস আশাবাদী যে সংশ্লিষ্ট পক্ষগুলোর ধারাবাহিক প্রচেষ্টায় একটি দ্রুত ও টেকসই সমাধান খুঁজে পাওয়া যাবে। তিনি এই লক্ষ্যে বাংলাদেশের নেতৃত্ব অব্যাহত রাখার আহ্বান জানান।

অ্যান্ড্রুস আগামী ২৫ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি অংশীজন সংলাপে যোগ দিতে বর্তমানে বাংলাদেশ সফর করছেন। প্রধান উপদেষ্টা এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন।