Thursday , 2 May 2024
শিরোনাম

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবসে ডেইরি ফার্মাস অ্যাসোসিশনের দুধ বিতরণ

রংপুর ব্যুরোঃ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রংপুরে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে দুধ বিতরণ করা হয়েছে। পাঁচ শতাধিক মানুষের মাঝে এ দুধ বিতরণ করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশন। গতকাল আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে দুধ বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলা ও বিভাগীয় সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। উদ্বোধনী সময় ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন বলেন, দুধ পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম। আমরা দেশের পুষ্টি চাহিদা পুরণে যেমন কাজ করি তেমনি দেশের বেকারত্ব কমিয়ে আনতেও কাজ করি খামারিরা। সরকার থেকে ভালো পৃষ্ঠপোষক পেলে খামারীরা আরো বেশি সফল হবে, তাতে এ প্রজন্মের শিক্ষিত তরুণরা খামার আরো বেশি উদ্বুদ্ধ হবে, তাতে পুষ্টি চাহিদা যেমন পুরণ হবে তেমনি বেকারত্ব কমিয়ে আসবে। এসময় তিনি প্রাণী সম্পদ উন্নয়নে সম্পৃক্তদের খামারীদের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহৃমেদ, জেলা ও বিভাগীয় অর্থ সম্পাদক বিটু, জেলা ও বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা পারভীন, জেলা ধর্ম সম্পাদক দীলিপ চন্দ্র ঘোষ, আপ্যায়ন সম্পাদক সুজন, সমাজ কল্যাণ সম্পাদক মনসুর আলী, ১৩ নং ওয়ার্ড সভাপতি নুর আলম মনু, ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম সারোয়ার মির্জাসহ অন্যান্য খামারীগণ।

এদিকে বিশ্ব দুগ্ধ দিবসে ঢাকায় আয়ানা ডেইরি ফার্ম আইকন খামারি রংপুর ২০২২ নির্বাচিত হয়েছেন রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম।

Check Also

মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

এবার দেশে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x