ফরিদগঞ্জে বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে বসতঘরটি পুড়েঁ ছাই, খোলা আকাশের নিচে এক কাপড় নিয়ে বসবাস
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হর্নি দুর্গাপুর গ্রামের হাজী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মোহাম্মদ সাদেক হাজীর বসত ঘরর্টি পুড়েঁ ছাই।খোলা আকাশের নিচে এ কাপড় নিয়ে ভরসা, এতে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। আগুনের দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৩আগস্ট) আনুমান দুপুর ১.৩০ মিনিটে। সাদেক হাজী তিনি জানান আমার পুত্রবধূ ঘরে হঠাৎ আগুন দেখতে পায়,সে সামনের রুমে ছিল,ভিতরের রুমে ৩ মাসের একটি সন্তান ও নাতনি কে উদ্ধার করে নিয়ে আসে। ৩ মাসের সন্তান মেহেদী হাসানের তার শরীরের কিছু অংশ পুড়েঁ যায়।
শিশু বাচ্চাটিকে দ্রুত মেডিকেলে প্রেরন করা হয়। মুহূর্তের মধ্যেই পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়।আমাদের ড়াক চিৎকারে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্তনে আনে। কিন্তু আমার ঘরের মালামাল ও ঘরটি রক্ষা করতে পারি নাই। আমার খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় নাই। স্থানীয় বাড়ির বাসিন্দারা বলেন আমি ত্রিফল নাইনে ফোন দিলে ফরিদগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট আসে, আসার পূর্বেই আমরা স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণ নিয়ে এসেছি।ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুল হাসান বলেন আমরা ত্রিফল লাইন এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়েছি,স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে এনেছে। পরে আমরা ফায়ার স্টেশনে ফিরে আসি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ লাখ টাকা হতে পারে বলে ধারণা।