চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০৫ লিটার চোলাই মদসহ দুইজন আটক, সিএনজি জব্দ
রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০৫ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়েছে। এসময় মদ পাচারে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— মো. হাসান এবং মোহাম্মদ দিদারুল আলম। তারা চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি জানান, গত শনিবার (২৩ আগস্ট) রাত ১টা ১০ মিনিটে থানার এসআই এস. এম. রবিউল আমিন, এসআই বিষ্ণুপদ হীরা এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া-টু-বান্দরবান সড়কের নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা বিদর্শন কেন্দ্র ফলকের সামনে থেকে সিএনজি করে পাচারের সময় মদসহ দুইজনকে আটক করা হয়।
পরে আটক আসামীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলা নং-০২, তারিখ ২৩/০৮/২০২৫ইং, ধারা- ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৪(গ)/৩৮/৪১ রুজু করে রবিবার সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি