Sunday , 19 May 2024
শিরোনাম

পেরুতে এক মাসের জরুরি অবস্থা ঘোষণা

পেরুতে এক মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলো। খাদ্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিক্ষোভ চলতে থাকা বিক্ষোভ বন্ধ করতে এ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে অন্যান্য দেশের মতো পেরুতেও বেড়ে গেছে সব পণ্য ও জ্বালানি তেলের দাম। এরই প্রতিবাদে সপ্তাহব্যাপী শত শত ট্রাক শ্রমিক ও খামার শ্রমিকরা সারাদেশে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে।

সম্প্রতি রাজধানী লিমা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে ইকাতে বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে একজন খামার শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার পর দেশটিতে আন্দোলন আরও তীব্র হচ্ছে।

সরকারের তরফে ডিক্রি জারি করে সরকারি গণমাধ্যমে বলা হয়েছে, আন্দোলন কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দেয়া হচ্ছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে দেশটির সেনা সদস্যরা।

ক্যাস্টিলো ক্ষমতায় আসার আট মাস পর এই প্রথমবারের মতো তিনি এই সামাজিক প্রতিবাদ আন্দোলনের মুখোমুখি হয়েছেন।

Check Also

গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

এম ডি সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্ট: যুক্তরাষ্ট্র গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিন উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x