শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে অশ্রুসিক্ত নয়নে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের টাওয়ার ইন হোটেলে, অশ্রু ভেজা সংবাদ সম্মেলনে নিজের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন মিস্টার খান। তামিমের এমন সিদ্ধান্তে উত্তাল সামাজিক যোগাযোগমাধ্যম। সেখানেই তামিমকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস জানিয়েছেন তার সতীর্থরা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তামিমকে মিস করবেন জানিয়ে টাইগার পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘মাঠ আর মাঠের বাইরে আপনার সঙ্গে লম্বা একটা পথচলায় আমাদের অজস্র স্মৃতি ছিল। একজন ভাই এবং ক্যাপ্টেন হিসেবে আপনি যতখানি সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করবো।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, বাংলাদেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান সহ জীবন্ত কিংবদন্তি! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাস এবং উত্সাহের জন্য চিরকাল কৃতজ্ঞ। খেলোয়াড়, ভক্ত এবং খেলাই আপনাকে মিস করবে, তামিম ভাই।
বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা পেসার সাইফউদ্দিন লিখেছেন, লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না! এটা ভেবেই অনেক খারাপ লাগতেছে।
তরুণ পেসার শরীফুল ইসলামের স্ট্যাটাসেও ছিল আক্ষেপের সুর। ছোট বেলায় তামিম ইকবালের খেলা দেখে ভালো লাগবার কথা। নিজের অভিষেকটাও যে তামিমের অধিনায়কত্বে, সে কথাও স্মরণ করলেন এই তরুণ। জানালেন, এই কিংবদন্তি ক্রিকেটারের সাথে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে গর্বিত তিনি।
টাইগার ব্যাটার লিটন দাস তামিমের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি। একসঙ্গে অনেক স্মৃতি ছিল। বিশ্বাস করতে পারছি না আপনি আর বাংলাদেশের জন্য খেলবেন না। আপনাকে খুব মিস করবো ভাই। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে রুবেল হোসেন লিখেন, কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এভাবে বিদায় জানাবেন কখনো ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি; কি বলবো ভাই, কিছু বলার ভাষা নেই। ভাই আপনার জন্য সব সময় শুভকামনা…।
সৌম্য সরকার তার ফেসবুকে তামিমের সঙ্গে একাদিক ছবি শেয়ার করে লিখেন, বিদায় আমাদের জীবনের একটি অংশ। আসুন এটি নিয়ে দুঃখিত না হই। বরং সব ভালো স্মৃতিগুলোকে ধারণ করি এবং সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আপনি আমাদের সাথে অনেক স্মৃতি রেখে যাচ্ছেন। আপনি আমাদের প্রত্যেকে মিস করবেন। আপনার নতুন যাত্রা দুর্দান্ত হোক। সব কিছুর জন্য ধন্যবাদ ভাই।
এছাড়া তামিমের এমন সিদ্ধান্ত একইসঙ্গে হতবাক এবং শকড হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল, তিনি এক ভিডিও বার্তায় বলেন, গত এক বছর ধরেই শুনছিলাম, বাংলাদেশ বিশ্বকাপ জয়ের আশা নিয়ে ভারতে যাচ্ছে- এমন ঘোষণা দেয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু ঘুম থেকে ওঠেই দেখলাম সে অবসর নিয়ে ফেলেছে। যদিও এভাবে হুট করে সিদ্ধান্ত নেয়ার অভ্যাস তার পুরনো। তবুও অবাক হয়েছি, তা সত্ত্বেও বলব সে চমৎকার একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ আর ২-১টা ম্যাচ হারলে তাকে বাজেভাবে অধিনায়কত্ব ছাড়তে হতো। তার সাম্প্রতিক ফর্ম থেকে সাধারণ মানুষ সেই ২০০৭ সালের তামিমকে দেখতে চেয়েছিলেন। কিন্তু সেটা তো সম্ভব নয়।