ময়মনসিংহের ভালুকায় দখল হওয়া ৫ কোটি টাকা মূল্যের ১ একর জমি বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করে করেছে স্থানীয় বন বিভাগ।
স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের হবিরবাড়ী মৌজায় বনের ৬৫৫ও ৬৪১ নং দাগে আব্দুর রশিদ নামে এক ব্যাক্তি গত সপ্তাহে ৫ কোটি টাকা মূল্যের ১ একর জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে ৪ হাজার কলা গাছের চারা রোপণ করেন।
বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সহকারী বনসংরক্ষক হারুন অর রশিদ ও হবিরবাড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হারুন অর রশিদ খান ও হবিরবাড়ী বিটের বিট অফিসার আশরাফুল আলম খান এর নেতৃত্বে কাঁটাতারের বেড়া ভেঙে রোপণ কৃত কলা গাছের চারা ওপরে ফেলে বনের জমি উদ্ধার করেন।
ময়মনসিংহের সহকারী বনসংরক্ষক হারুন অর রশিদ জানান, আব্দুর রশিদ আমাদের জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে দখলে নিয়ে কলা গাছের চারা রোপণ করে খুঁজে পেয়ে ওই জমি উদ্ধার করি তাছাড়া দখলকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।