বিশ্বকাপ সুপার লিগে মাত্র ৭ ম্যাচ জেতায় দশম স্থানে ছিল শ্রীলঙ্কা। তাই ভারত বিশ্বকাপে সরাসরি খেলতে পারেনি। বাছাইপর্বে সেই শ্রীলঙ্কা অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্তপর্বে খেলতে যাচ্ছে।
আজ হারারেতে ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানে উড়িয়ে দিয়েছে তারা। অবশ্য ফাইনালে উঠেই ভারত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল শ্রীলঙ্কা। আইসিসির বিধি অনুযায়ী, শ্রীলঙ্কা কোয়ালিফায়ার ২ হয়ে খেলবে বিশ্বকাপ। আর ফাইনালে হারলেও কোয়ালিফায়ার ১ নেদারল্যান্ডস।
ফাইনালে আগে ব্যাট করা শ্রীলঙ্কা ২৩৩ রান করতে পেরেছিল। দুই ওপেনারকে ৪৪ রানের ভেতর তুলে নেয় নেদারল্যান্ডস। এরপর কুশল মেন্ডিস ও সাহান আচনাচিঙ্গে দলকে ১৮০ রান পর্যন্ত নিয়ে যান। মেন্ডিস ব্যর্থ (৪৩) হলেও সাহান দ্বিতীয় ওয়ানডেতেই ফিফটি তুলে নেন (৭১ বলে ৫৭)। এরপর মিনি ধস নামে লঙ্কান ইনিংসে। ১০ রানের মধ্যে ৪ উইকেট হারানো লঙ্কা ৪৮তম ওভারেই গুটিয়ে যায়। দুটি করে উইকেট নেন লোগান ফন বিক, বিক্রমজিৎ সিং, রায়ান ক্লেইন ও সাকিব জুলফিকার।
ডাচরা ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে শুরু থেকেই। দিশান মাদুশংকা (৩/১৮) ও মহেশ থিকশানার (৪/৩১) পেসের আগুণে মাত্র ২৩.৩ ওভারেই ১০৮ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। মাদুশংকা হন ম্যাচসেরা।
আর ৬০০ রান ও ৩ উইকেটের জন্য টুর্নামেন্ট সিরিজ হন জিম্বাবুয়ের শন উইলিয়ামস।