আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী বিজয়ী হয়েছেন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান চৌধুরী পেয়েছেন ৬ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক স্বতন্ত্র প্রার্থী চশমা মার্কার আলমগীর পেয়েছেন ৫ হাজার ৮৭০ ভোট। আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উমাকান্ত ভৌমিক ৪ হাজার ২৭৭ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন, এ ছাড়া অটোরিকশা প্রতীকের প্রার্থী এস এম মনোয়ার হোসেন ৩২ ভোট পেয়েছেন ।
সোমবার (১৭ জুলাই ) সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ৯টি কেন্দ্র ও একটি ভেনু কেন্দ্রে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। এতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।আ.লীগ নৌকা মার্কার উমাকান্ত ভৌমিক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হবিবর রহমান চৌধুরী (ঘোড়া) আলমগীর ( চশমা ), মনোয়ার হোসেন মিঠুন (অটোরিকশা) ।
এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৭৩ জন। পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আব্দুল মান্নান বলেন, হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নে ভোটারসংখ্যা ২২ হাজার ৭৩ জন,তাঁর মধ্যে পুরুষ ১১ হাজার ৪০৪ ও নারী ১০ হাজার ৬৬৯ জন।ভোটাধিকার প্রয়োগ করেছেন ১৬ হাজার ৯১৭ জন , এর মধ্যে বাতিল হয়েছে ভোট ১০৬ টি। বৈধ ভোটার সংখ্যা ১৬৭১২ টি।
প্রসঙ্গত, উল্লেখ্য, গত বুধবার (২৪ মে ) ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল তালুকদারের মৃত্যুতে এই আসনটি শূন্য হওয়ায় ১৭ জুলাই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।