মোঃ সুমনের
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায়
২০২২-২০২৩ অর্থ বৎসরে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ,ব্যবস্থাপনা ও উদপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীরমাঠ দিবস উৎযাপন করা হয়েছে।
মাটিরাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৬ জুলাই ) বিকালে উপজেলার তবলছড়ির ইউনিয়নের সিংহপাড়া ব্লকের ভাগ্যকার্বারি পাড়ায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে স্থানীয় কৃষক ইউনুচ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্ত মো: সবুজ আলী। কৃষি উপসহকারি মো হায়দারের সনঞ্চলনায় বক্তব্য রাখেন জ্যোতি কিশোর বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন সিংহপাড়া ব্লকে দায়িত্বরত উপসহকারি কৃষি কর্মকর্তা নুর মোহাম্মদ।
সভাপতির বক্তব্যে সবুজ আলী লেবু জাতীয় ফল ও সব্জির উৎপাদন, গুনাবলির উপর গুরুত্বরোপ করে বলেন, পার্বত্য এলাকার মাটি ও আবহাওয়া সাইট্রাস ফসল চাষের উপযোগী। সাইট্রাস জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি বিভাগ বীজসহ বিভিন্নকৃষি উপকরণ দিয়ে সহযোগিতা করছে। আধুনিক প্রযুক্তি ব্যাহার ও কৃষি বিধি মোতাবেক সাইট্রাস জাতীয় ফসল চাষ করলে অর্থ অনৈতিক ভাবে লাভবান হবেন বলে জানান তিনি।
এসময় এলাকার কৃষক ও মান্যগন্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।