কয়লা সংকটে বন্ধ হয়ে গেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
রোববার (৩০ জুলাই) ভোর সাড়ে ৪টা থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ার উল আজিম জানান, কয়লা ফুরিয়ে যাওয়ায় প্লান্টটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। নতুন করে কয়লা আমদানি হলে পুনারায় চালু হবে বিদ্যুৎ কেন্দ্রেটি।
সর্বশেষ গত ১৩ জুলাই ইন্দোনেশিয়া থেকে ৩১ হাজার মেট্টিক টন কয়লা আসে এই বিদ্যুৎ কেন্দ্রে। তা ফুরিয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
এর আগে, গত ৩০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে। রক্ষণাবেক্ষেণের কাজ শেষে গত ১০ জুলাই চালু হয় কেন্দ্রটি। কিন্তু চালু হওয়ার ছয় দিনের মাথায় কেন্দ্রটির টারবাইন ক্রুটির কারণে ১৬ জুলাই আবারও বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন।
এর আগেও যান্ত্রিক ক্রুটি ও রক্ষাণাবেক্ষণসহ নানান সমস্যায় কয়েক দফায় বন্ধ থাকে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি।
১৩২০ মেগাওয়াটের সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি সমৃদ্ধ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট বাণিজ্যিকভাবে উৎপাদনে যায় গত বছরের ১৭ ডিসেম্বর।