শুভ চক্রবর্ত্তী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সারাদেশে বুধবার (৯/৮/২৩) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে নবনির্মিত ঘরের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
নবীনগর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা চেয়াম্যান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদের সদস্য নাসির উদ্দীন, বীরমুক্তিযোদ্ধা সামছুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রাপ্ত ২৫টি পরিবারকে ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।