Wednesday , 1 May 2024
শিরোনাম

বান্দরবান ইসলামী পাঠাগার এর আয়োজনে ইফতার সামগ্রী বিতরণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবান ইসলামী পাঠাগার এর আয়োজনে বান্দরবানের অসহায় দুস্থ গরীবদের মাঝে ইফতার সামগ্রী-২০২২ অনুষ্ঠিত হয়। ৯এপ্রিল শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের এর সভা কক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বান্দরবান ইসলাীইসলামী পাঠাগার এর সহ-সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গণি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ও বান্দরবান ইসলামী পাঠাগার এর সভাপতি ইয়াছমিন পারভীন তিবরীজি। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর রহমান, বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন বান্দরবান ইসলামী পাঠাগার এর প্রধান নির্বাহী ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ আবুল কালাম। আরো উপস্থিত ছিলেন বান্দরবান ইসলামী পাঠাগার এর অর্থ সম্পাদক মো: নাজিম উদ্দীন, বান্দরবান ইসলামী পাঠাগার লাইব্রেরিয়ান মো: আব্দুল কায়েছ,সাংবাদিক মোহাম্মদ আলী,বশির আহমদ,রশিদ আহামদ প্রমুখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সভায় বক্তরা বলেন, নামাজ রোজার মত যাকাত ও ফরজ,অনেকে মনে করে কিছু টাকা ব্যাংক থেকে তুলে ফকিরদের দান করে দিলে হয়ে যাবে। সেটা ভূল ধারনা,কারণ যে ব্যক্তির সাড়ে সাত তুলা র্স্বণ,ও সাড়ে বায়ান্ন তুলা রৌপ্যর অর্থ এক বছর পরিমান থাকলে লোনের টাকা বাদ দিয়ে যা থাকবে তার উপর হিসাব যাকাত দিতে হবে। সভাপতি পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি করেন। পরে দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়।
Write to Md Ali

Check Also

মহান মে দিবস আজ

আজ মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x