বলিউড ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেননি সিনেমাটি। ভক্তদের প্রত্যাশা পূরণ হয়নিও বলা চলে। তবে সিনেমাটি নিয়ে বাংলাদেশের দর্শকের আগ্রহ রয়েছে। রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি এবার পাঁচ মাস পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল।
শুক্রবার সিনেমাটি মুক্তির দিনে বাংলাদেশের দর্শকের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন সালমান খান। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ফেসবুক স্ট্যাটাসে সালমান লেখেন, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দর্শকেরা প্রস্তুত হয়ে যান পুরোপুরি অ্যাকশন-নির্ভর এই সিনেমা দেখার জন্য। সিনেমায় একই সঙ্গে রয়েছে নানা রকম মজার বিনোদন।
পোস্টটি সালমান ট্যাগ করেছেন সিনেমাটির অভিনেত্রী পূজা হেগড়ে, পরিচালক-প্রযোজকসহ প্রযোজনা ও পরিবেশনা সংস্থাগুলোকে। আলাদা করে সালমান বাংলাদেশের দর্শকের জন্য পোস্টারও একটি ছবি তৈরি করেছেন নিজের ছবি দিয়ে।
বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্য করা সালমানের ওই পোস্ট মুহূর্তেই জয় করে নেয় এদেশের সালমান ভক্তদের। এরপরই কমেন্ট বক্সে বাংলাদেশি ভক্ত আর শুভাকাঙ্খীদের ভালোবাসা আর শুভকামনায় ভাসতে শুরু করেন সালমান।
ভারতীয় এ সিনেমাটি বাংলাদেশে আমদানি করেছে বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্স। এ সিনেমা আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমাটি।
জানা গেছ, বাংলাদেশে সালমানের এই সিনেমাটি আনতে খরচ পড়েছে ৫০ লাখ টাকা। আমদানি শর্ত অনুযায়ী, যত দিন খুশি এ সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে চালানোর সুযোগ রয়েছে। তাই দর্শকরা প্রাণ ভরে বড় পর্দায় উপভোগ করতে পারবেন ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি।
সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় সালমান আর পূজা হেগড়েকে রোমান্স করতে দেখা গেছে। এই সিনেমায় আরও অভিনয় করেছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, ভূমিকা চাওলা, শেহনাজ গিল, রাঘব জুয়াল, পলক তিওয়ারিসহ আরও অনেকে।