ফরিদুল আলম রুপন, চাঁদপুরঃ
প্রবাসী মোঃসবুজ বেপারীর টাকা পরিশোধ না করে উল্টো টাকা দাবি করেন প্রবাস ফেরত সাইদুল আমিন(বাবু)।
সবুজ বেপারী ভিসা দিয়ে সৌদি আরব আনেন সাইদুল আমিনকে,কাজ কর্ম সহ সবই ঠিক আছে কিন্তু মালিক(কফিলের)১৫ হাজার রিয়াল টাকা আত্মসাৎ করার কারনে দেশে আসতে হলো সাইদুল আমিন বাবুকে।
সৌদি আরব থাকা অবস্থায় সাইদুল আমিনের অপকর্মের জন্য শাস্তি ঠেকাতে জামিনদার হয়েছেন সবুজ বেপারী ও সাইদুল আমিনে (বাবু) বন্ধু এমরান হোসেন।
এমনটা জানালেন সবুজ বেপারী ও ইমরান হোসেন পাটওয়ারী।
এইদিকে উপজেলার ১৪ নং দক্ষিণ ইউনিয়নের হর্নি দূর্গাপুর গ্রামের গোলা বাড়ির যুবক সাইদুল আমিন বাবু টাকা পরিশোধ না করে, সবুজ বেপারীর বয়ো বৃদ্ধ পিতা রৌশন আলীর সাথে অশালীন ও হুমকি ধমকী প্রদান করেন।
হুমকি প্রদান ও জীবনের নিরাপত্তা চেয়ে রৌশন আলী বেপারী(৮২) বাদী হয়ে চাঁদপুর মহামান্য আদালতে মামলা দায়ের করেন।
এবিষয়ে ইমরান হোসেন পাটওয়ারী মুঠো ফোনে জানান,সাইদুল আমিন বাবু বিদেশ এসে ২বার কোম্পানির টাকা পয়সা আত্মসাৎ করেন, কোম্পানির শাস্তি থেকে রক্ষা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে জামিনদার হয়ে সারিয়ে দিয়েছি সাইদুলকে,
ইমরান আরো জানান, বাবু আমাদের টাকা পয়সা না দিয়ে উল্টো আমাদের পরিবারকে হয়রানি করেন।
এঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১৬নং দক্ষিণ রুপসা ইউনিয়নের সাহেবগন্জ গ্রামে।
এবিষয়ে সাইদুল আমিন(বাবু) জানান, ইমরান ও সবুজের মাধ্যমে ৬ লাখ টাকা বিনিময়ে সৌদি আরব গিয়েছি, আমাকে মাএ তিন মাসের পতাকা করে দিয়েছে, ব্লাকমেইল করে আমার কাছ থেকে টিপ ও দস্তগত রাখেন , আমি তাদের কাছ থেকে বেতন পাবো, তাই আমি সমধানের স্বার্থে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছি।
এবিষয়ে ইমরানের মা- মিলন বেগম জানান,বাবুর বিদেশ যাওয়ার বিষয়ে আমরা কিছুই জানিনা এখন বাবু ও তার মা-আমাদের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে হয়রানি করেন।
এবিষয়ে ফরিদগঞ্জ থানা এএসআই মহিউদ্দিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবিষয়ে ভুক্তভোগী সবুজ বেপারীর পরিবারবর্গদের হয়রানির থেকে রক্ষা পাওয়ার জন্য আইনগতভাবে বিচার প্রার্থনা করেন।