Sunday , 19 May 2024
শিরোনাম

ফিলিস্তিনের পক্ষে মানিকগঞ্জে মিছিল ও সমাবেশ

নাহিদুল ইসলাম হৃদয়, স্টাফ রিপোর্টার :

মানিকগঞ্জে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের সামনে অবস্থিত শহীদ রফিক চত্তর থেকে শান্তিপূর্ণ মিছিল শুরু হয়ে বাসস্টান্ড এলাকায় সাবেশের মধ্যদিয়ে শেষ হয়। মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক মুসল্লিরা এতে অংশ্রগ্রহণ ক‌রেন।

এ সময় বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান মুসল্লিরা। মিছিল ও সমাবেশে মুসল্লীদের হাতে বাংলাদেশ, ফিলিস্তিনসহ কালিমা সম্বলিত পতাকা শোভা পায়।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ড গুলোতে ‘ফ্রি প্যালেস্টাইন, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’‘স্টপ জেনোসাইড ইন গাজা’ প্রভৃতি লেখা দেখা যায়। এসময় তারা ‘ইজরায়েল টেরোরিস্ট’, ‘ইন্তিফাদা’, ‘লাব্বাইক ইয়া আকসা’সহ নানা স্লোগান দেন।

মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা মাহবুবুর রহমান এবং মুফতী জুবায়ের হোসেন ফয়েজী এর যৌথ সঞ্চালনায় এবং সরকারী দেবেন্দ্র কলেজ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আব্দুল আওয়াল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মুফতি আশরাফুল আলম, মাওলানা জাকিরুল ইসলাম, মুফতি হাবিবুর রহমান, মুফতি মুজিবুর রহমান, মাওলানা আশিকুল ইসলাম সরোয়ার, মাওলানা মহসিনুল ইসলাম, মাওলানা মুরাদ হোসন প্রমূখ।

সমাবেশ শেষে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত করেন বিশিষ্ট আলেম হযরত মাওলানা মুহিবুল্লাহ।

Check Also

কুরবানির আগেই অস্থির মসলার বাজার

কুরবানি সামনে রেখে অস্থির হয়ে উঠেছে দেশের বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জে মসলার বাজার। পুরো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x