রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের আওতাধীন ৪,৫ ও ৬নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩১অক্টোবর) বিকালে রাজানগর রানীরহাট পুলিশ ফাঁড়ি চত্বরে সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মোহাম্মদ শাহেদ উল্লাহ’র সভাপতি প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু।
সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব বিশ্বজিৎ বড়ুয়া’র সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান চৌধুরী রাব্বি, প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবিদ হাসান।
বিশেষ অতিথির ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী শাহ, ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি ইউছুপ মাতব্বর, দপ্তর সম্পাদক আব্দুল বারেক মেম্বার, শ্রম বিষয়ক সম্পাদক সমীরণ দত্ত, মহিলা আ.লীগের সভাপতি শেলী দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুর রহমান মেম্বার, ইউনিয়ন আ.লীগ নেতা ক্যাবাই মারমা, ওয়ার্ড আ.লীগ নেতা লাভলু মারমা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসিফ হাসান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহেল নোমান, লালানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ মামুন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোয়েব সাদি, কাজী শাওয়াল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম তুহিন, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক সামিউল হাসান জজ, ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত তালুকদার, সাধারণ সম্পাদক সাইমন, ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল ইসলাম রানা, ডা. সানি বড়ুয়া, সেচ্ছাসেবকলীগ নেতা ইসমাইল, ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন রনা, তাঁতীলীগ নেতা নবী আলম, ছাত্রলীগ নেতা নাঈম, রবিন, রোকন, তুষার, ইমরান, মামুন, তানজিল, সাকিব, সিফাত, নাফিজ, সাইফুল, সাব্বির, ওয়াকিল, সিপাত, হুমায়ুন, ইমরান, আসিফ, রাফি, আনাস, সৌরব বড়ুয়া, মো.সৌরব, মুক্তার হোসেন, রাজানগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ মোহসীন প্রমুখ।
রাজানগর ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সম্মেলনে সভাপতি পদে ৬জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সম্মেলন জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এদিকে শুরুতে সভাপতির ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে একের পর এক সম্মেলনের স্থলে প্রবেশ করলে সম্মেলন স্থল কানায় কানায় পূর্ণ হয়। প্রার্থীদের সমর্থকরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তোলে সম্মেলনাস্থল।