আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি। । ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলায় শনিবার ১১ নভেম্বর জাঁকজমকপুর্ণভাবে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এ উপলক্ষে এদিন বিকেলে পৌর শহরে যুবলীগের কযেক হাজার নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও কয়েকশত মোটর সাইকেলসহ একটি বর্ণাঢ্য র ্যালি বের করে। পরে তারা পাবলিক লাইব্রেরি চত্বরে এসে সমবেত হয়৷ এখানে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হক রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। প্রধান আলোচক ছিলেন সাবেক পৌর মেয়র আলমগীর সরকার।
বিশেষ অতিথি ছিলেন আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এছাড়াও সভায় আ’লীগ, যুবলীগ ও অন্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরো বক্তব্য দেন- যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা শাহনেওয়াজ, রুস্তম আলী প্রমুখ।
সঞ্চালনা করেন যুবলীগ নেতা নওরোজ পারভেজ মেনন। বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের দীর্ঘ সংগ্রামমুখর ইতিহাস তুলে ধরেন। যুবলীগ নেতারা তাদের বক্তব্যে দলীয় রাজনীতিতে যুবলীগের উজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন। এই সাথে তারা আগামতেও যুবলীগের প্রবল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।