ট্যানারি শিল্প শ্রমিকদের জন্য ন্যূনতম ২৫ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা। এ সময় তাদের পক্ষ থেকে সরকারের কাছে ১২ দফা জানানো হয়।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সোমবার সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের দপ্তর সম্পাদক সাহিদা পারভীন শিখাসহ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ বলেন, ট্যানারি শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের জন্য সর্বশেষ ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি সরকার সর্বনিম্ন ৫ নম্বর গ্রেডে মূল মজুরি ও ভাতাদিসহ মজুরি নির্ধারণ করে ১৩ হাজার ৫০০ টাকা ঘোষণা করে গেজেট প্রকাশ করে। শর্ত অনুযায়ী গেজেট প্রকাশের তারিখ থেকে প্রতি বছর ৫ শতাংশ হারে মূল মজুরি বৃদ্ধি করার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয়, ন্যূনতম মজুরির ৫ বছর মেয়াদ শেষ হয়ে গেলেও ট্যানারি শিল্পের মালিকরা সরকার ঘোষিত মজুরি বাস্তবায়ন করেনি।
তাদের ১২ দফা দাবির মধ্যে রয়েছে- ট্যানারি শিল্পে কর্মরত শ্রমিকদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংগঠন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করা।
বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে শ্রমিকদের দূরাবস্থার কথা বিবেচনায় নিয়ে ট্যানারি শিল্প সেক্টরে কর্মরত শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ ও ঘোষণা করা। শ্রমিকদের নিয়োগপত্র ও ছবিসহ পরিচয়পত্র প্রদানসহ ট্যানারি কারখানাগুলোতে শ্রম আইনের সব ধারা বাস্তবায়নে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করাসহ ১২ দফা দাবি।