Monday , 20 May 2024
শিরোনাম

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি

ইন্দোনেশিয়ার সুরাকার্তায় ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। মানাহান স্টেডিয়ামে এ জয়ের ফলে প্রথমবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শিরোপা জিতল দেশটি।

ম্যাচ শুরুর ২৯ মিনিটে ফ্রান্সের আয়মেন সাদি ফাউল করে বসলে ভিএআর এ পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বাম পাশে নিচের কোণায় শট নিয়ে জার্মানিকে প্রথম গোল এনে দেন প্যারিস ব্রুনার। ওই এক গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ম্যাক মোয়েরস্টেডের অ্যাসিস্ট থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান নোয়াহ ডারভিখ। দুই গোলে এগিয়ে যায় জার্মানি। এর দুই মিনিট পর একটি গোল শোধ করে ফ্রান্স।

৫৩ মিনিটে নোয়া সাঙ্গুইয়ের অ্যাস্টিস্ট থেকে স্কোরশিটে নাম ওঠান সাইমন বুয়াব্রে। ম্যাচের ৬৯ মিনিটে দুটো হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জার্মানির উইনার্স ওসাওয়ে। দশজনের দলে পরিণত হওয়া জার্মানির রক্ষণে আক্রমণ বাড়িয়ে দেয় ফ্রান্স।

ম্যাচের ৮৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ফ্রান্স। টিডিয়াম গোমিসের বাড়ানো বল থেকে গোল করেন মাথিস অ্যামৌগৌ। ১০ মিনিট ইনজুরি টাইমে মুহুর্মুহু আক্রমণ হলেও গোল করতে পারেননি কেউ। ২-২ সমতায় ৯০ মিনিটের খেলা শেষ হয়।

পেনাল্টি শ্যুটআউটে জার্মানির এরিক দা সিলভা মোরেইরার নেওয়া প্রথম শট ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলকিপার পল আর্গনে। এগিয়ে থাকা ফ্রান্সের তৃতীয় শট নিতে এসে লক্ষ্যচ্যুত হন নোয়া সানগুই। এর পর ফ্রান্সের চতুর্থ শট ঠেকিয়ে দেন সেমিফাইনালের নায়ক জার্মান গোলরক্ষক কনস্টানটিন হেইডে।

জার্মানির পঞ্চম শট ঠেকিয়ে দেন আর্গনে। খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানেও প্রথম শটটি ঠেকিয়ে দেন হেইডে। তবে এবার ভুল করেননি আলমুগেরা কাবার। ফ্রান্সের তরুণদের হৃদয় ভেঙে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতেন জার্মানির তরুণেরা।

 

 

Check Also

কোপা আমেরিকার আগে আর্জেন্টিনার প্রস্তুতি দুই ম্যাচ!

কোপা আমেরিকার তৃতীয় ট্রফি জয়ের মিশনে নামছে আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রস্তুত করতে দুটি ম্যাচ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x