হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া -ঝিনাইদহ মহাসড়কের শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক নামক স্থানে রূপসী বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রূপসী বেগম কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর মোঃ সোহাগ হোসেন এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক মোঃ নাহিদ হাসান (রূপসী বেগমের ছোট বোনের স্বামী) এবং রুপসী বেগম ঝিনাইদহ থেকে কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। মোটরসাইকেল টি কুষ্টিয়া – ঝিনাইদহ শান্তিডাঙ্গা ১৪ মাইল নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেলটি বড় একটি গর্তে পড়ে হেন্ডেল ঘুরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহ গামী একটি ট্রাকের সাথে ধাক্কা খায়। মোটরসাইকেল চালক নাহিদ মোটরসাইকেল সহ ছিটকে পড়ে যেয়ে গুরুতর আহত হন এবং নিহত রুপসী বেগম ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। গুরুতর আহত অবস্থায় নাহিদ হাসানকে ঝিনাইদা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে ট্রাক ড্রাইভার ইবি ক্যাম্পাস এর সামনে ট্রাক রেখে দৌড়ে পালিয়ে যায় এবং ইবি থানা পুলিশ ট্রাকটি উদ্ধার করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই সোলেমান গনীর কাছে হস্তান্তর করে।
এইদিকে নবনির্মিত কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে এক বছর যেতে না যেতেই সড়কের এই বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করছেন সবাই । নতুন রাস্তার ছেঁড়া কাঁথার মতো জোড়াতালি অবস্থা! পরিকল্পনাহীন রাস্তার উন্নয়নকাজ ও আইল্যান্ড গুলোতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সঠিকভাবে পরিদর্শনের অভাবে উক্ত সড়কটি ভাঙ্গাচোরা হয়ে পড়েছে, যা প্রায় সারাবছরই সবার নজরে পড়ে। প্রায় অধিকাংশ স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যার দরুন দিনে রাতে নানা দুর্ঘটনার শিকার হচ্ছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের এস আই সোলেমান গনী জানান, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। এবং লাশ উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।