৬ মাসের অধিক সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেয়ার পর বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার বিকেলে বিএনপির একটি সূত্র এ তথ্য জানান। সূত্রটি জানান, বৃহস্পতিবার বিকেলে তাকে বাসায় ফেরানো হতে পরে।
জানা যায়, গতকাল অবস্থার কিছু অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছিলো। তবে চার ঘণ্টা পর অবস্থার উন্নতি হলে আবার তাকে কেবিনে ফেরানো হয়। তার অবস্থা এখনও অতটা উন্নত না হলেও বিভিন্ন দিক বিবেচনা করে চিকিৎসকরা তাকে বাসায় নেয়ার সিদ্ধান্ত দিয়েছেন।
খালেদা জিয়ার হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরইমধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।
সবশেষ গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি এ হাসপাতালেই চিকিৎসাধীন।