মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
কয়েক দিন যাবত ভোলায় জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার অসহায়,দুস্থ ও ছিন্নমূল মানুষদের রক্ষা করতে রাতের আঁধারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন ভোলা জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফুজ্জামান।
শনিবার (১৩ জানুয়ারি) রাতে ধনীয়া ইউনিয়নের কোরারহাট ও শিবপুর ইউনিয়নের শান্তির হাট বেড়িবাঁধ এলাকা ঘুরে ঘুরে অসহায়-দুস্থদের বাড়ি গিয়ে ঘরে ঘরে নিজ হাতে কম্বল পৌঁছে দেন জেলা প্রশাসক।
কনকনে শীতের রাতে দরজার সামনে
জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে খুশি মানুষগুলো আবেগজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে কেউ আমাদের ডেকে শীতের কাপড় দেয়নি। নাম লিখে নিয়ে যায়। কিন্তু সেই কম্বল আমরা আর পাইনা।’
বেড়িবাঁধ এলাকার ছিন্নমূল মানুষের সাথে আলাপকালে তারা আরো বলেন, রাতে শীতের কারণে যখন ঘুম আসছিল না, তখন স্যার আমাদের কাছে কম্বল নিয়ে হাজির হন। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ডিসি স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ উনার ও শেখের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল করুক।
তারা বলেন, এর আগে আমাদের জন্য
কেউ এইভাবে রাতের আঁধারে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়াননি। ডিসি স্যার যে কম্বল দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না।
ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন,আমি চাই ভোলার প্রতিটি মানুষ ভালো থাকুক,সুস্থ থাকুক,ভোলাবাসীর প্রতিটি পরিবারের সদস্যরা আমার পরিবার,শীতের প্রকোপ বেড়েছে তাই রাতে বেড়িবাঁধ এলাকার মানুষ গুলো কেমন আছে দেখতে বেড়িয়েছি এবং তাদের কে নিজের হাতে শীতবস্ত্র দিতে পেরে খুব ভালো লাগছে।তিনি বলেন,এই শীতে ভোলার ৭ টি উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৪৩ হাজার ৫০০ বরাদ্দকৃত কম্বল তাদের জন্য পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল,ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আবু সাইদ,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুসসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।