রাণীশংকৈলে “সোনার পুতুল” কিনতে আসা ৫ ব্যক্তি গ্রেফতার, জেলে প্রেরণ।
আনোয়ারুল ইসলাম,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে “সোনার পুতুল”কিনতে এসে প্রতারণার ফাঁদে পড়া ৫ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি নকল স্বর্ণমুদ্রাসহ ৫টি নকল “সোনার পুতুল” জব্দ করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচল গ্রামের রুবেলের বাড়ি থেকে এসব জিনিস উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পার্বতীপুরের গরেলপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৮), তার ভাই হোমিও চিকিৎসক শফিক আল মামুন (৪৮),একই গ্রামের তাজউদ্দীনের ছেলে মানিক মিয়া (৩৮), একই গ্রামের মনতাজ আলীর ছেলে ফরহাদ আলী (২৭), একই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে ইছাব্বর আলী (৫০)। তারা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা।
জানা গেছে, হোমিওপ্যাথ চিকিৎসক রাশেদুল ইসলাম গত এক সপ্তাহে আগে রাণীশংকৈল উপজেলার কোচল গ্রামের রুবেলের বাড়িতে এসেছিলেন। এর আগে একই গ্রামের ফাতেমা বেগমের সাথে তার পরিচয় হয়। ফাতেমা রাশেদুলকে বিভিন্ন সোনার জিনিস বিক্রির লোভ দেখায়। সে অনুযায়ী গত সোমবার,১ সেপ্টেম্বর দুপুরে পীরগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে রুবেলের স্ত্রী ও তার ভাই রাশেদুল ও তার সঙ্গীদেরকে তাদের বাড়িতে নিয়ে যায়। তাদের ঘরে বসিয়ে রুবেলের স্ত্রী নাস্তা নিয়ে আসার কথা বলে বেরিয়ে যান। এরই মধ্যে পুলিশ সে ঘরে প্রবেশ করে তাদেরকে আটক করে।
এ সময় রুবেলের ঘর তল্লাশি করে পুলিশ ওই পুতুল ও মুদ্রা উদ্ধার ও জব্দ করেন। রুবেল বর্তমানে জেলে আছেন। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেন। ওসি আরশেদুল হক আরো জানান , গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।