নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও দক্ষ জনশক্তি তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি, ২০২৪ রোববার বলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল মঞ্চে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহানী আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ.ন.ম. রেজাউল করিম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোছা. ইসমত আরা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রফেসের, বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।