এইচ এম মোবাশ্বার
ইংরেজি তাদের আধুনিকতা বাংলার ধার ধারে না,
তারাই আবার এ দিবসে বাংলা ছাড়া বলে না।
বলতে গেলে আটকে যায় ইংরেজি ছাড়া পারে না,
ফিফটি টু কে সম্মান জানায় বায়ান্ন মুখে আসে না।
চাকরি করতে ইংরেজি লাগে, বাংলা বললে “শেইম”,
তাদের মাঝেই দেখা যাবে একদিনের বাংলা প্রেম।
শহীদ বেদিতে গেয়ে যাই বাংলার গান, বাংলায় গান,
বেলা শেষে হিন্দি কিংবা ইংরেজি গানে মাতে প্রাণ।
কত ভালোবাসা, কত আবেগ, দেখায় কত টান,
সন্তানের জন্য ঠিকই খুঁজে সেরা ইংরেজি মিডিয়াম।
আমি, আপনি সবাই আমরা একদিনের বাঙ্গালি,
দিনশেষে সবাই আমরা আধুনিকতায় হার মানি।
ইংরেজি, হিন্দি, উর্দু ফার্সির বিপক্ষে আমি নয়,
বাংলাকে কটাক্ষ করে এদের চর্চা যাতে না হয়।