মোঃ রাজন আহম্মেদ,ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে জাল টাকাসহ তাসলিমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার দুপুর ১টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের বড় জেঠাইল বাজার থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা করেন মো. শাহিন নামে ওই এলাকার এক মুদি দোকানি।
আটক তাসলিমা বেগম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নাটোয়াবাড়ি এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী মুদি দোকানে এসে কিছু কেনাকাটা করে মূল্য পরিশোধে একটি ১,০০০ টাকার নোট দেন। হাতে নিয়ে সেটি নকল বুঝতে পেরে ওই নারীকে অন্য নোট দিতে বলেন। তবে তিনি জোর করে ওই টাকায়ই মূল্য পরিশোধ করতে চান। বিষয়টি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হলে আশপাশের লোকজনও সেখানে জড়ো হন। বিষয়টি গড়ায় থানা পুলিশ পর্যন্ত। পুলিশ এসে তল্লাশি করে তার কাছে চারটি ১,০০০ টাকার জাল নোট পায়।
এ বিষয়ে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক বলেন, জেঠাইল বাজারে পাবলিক ওই নারীকে জাল টাকাসহ আটক করে আমাদের খবর দেয়। এঘটনায় একটি মামলা দায়ের করে আজকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।