‘শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, শিক্ষার্থীরা আমাদের গ্রহণ করেছে, ইনশাআল্লাহ বিজয় হবে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল এন্ড কলেজে নিজের ভোটপ্রদানের পর এ কথা বলেন তিনি ।
সাদিক কায়েম বলেন, ভিপি পদে নির্বাচিত হলে ছাত্রদের অধিকার রক্ষায় আপসহীন থাকবেন। তিনি নিজে একজন শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের দাবির সঙ্গে তার অবস্থান সব সময় একীভূত। তাই ছাত্রদের মধ্য থেকে আসা একজন প্রার্থী হিসেবে সবার সমর্থন পাওয়ার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।
সাদিক কায়েমের সঙ্গে সকাল ৮টার কিছু পর ভোট দিতে কেন্দ্রে আসেন একই প্যানেলের এজিএস (সহ-সম্পাদক) প্রার্থী মুহা. মহিউদ্দিন খাঁন। দুজনেই যথাসময়ে ভোট প্রদান করেন।
এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এই বিপুলসংখ্যক শিক্ষার্থী ২৮টি কেন্দ্রীয় ও ১৩টি হল সংসদ মিলিয়ে মোট ৪১টি পদের জন্য ভোট দিচ্ছেন। কেন্দ্রীয় সংসদে প্রার্থী রয়েছেন ৪৭১ জন এবং হল সংসদে ১,০৩৫ জন।
ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট চলবে। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে একাধিক বুথ, মোট সংখ্যা ৮১০টি।