রিপোর্ট : প্রমিত পাল, সিটি রিপোর্টার
গোপালপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মরিয়ম আক্তার মুক্তা আজ ( ২৬ এপ্রিল,২০২৪ রোজ: শুক্রবার)সকাল ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে আক্রান্ত ছিলেন।
তার ১ম জানাজা বাদ আছর আলিয়া মাদ্রাসা ময়দানে ও দ্বিতীয় জানাজা পৌরশহরের হাজরাবাড়ি গ্রামে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি বিগত ২মেয়াদে উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ছিলেন। এবারের উপজেলা পরিষদ নির্বাচনেও মহিলা-ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে হাঁস প্রতীক পেয়েছিলেন।
তিনি আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সংসদ সদস্য, মরহুম হাতেম আলী তালুকদার এর নাতনী।