লুৎফুর রহমান রিপন।।
আসন্ন ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর, হাজীগঞ্জ এবং শাহরাস্তি উপজেলার প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বশির আহমেদ (সার্বিক) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল ও অন্যান্য কর্মকর্তাসহ উপজেলার প্রার্থীগন।
চাঁদপুর সদর উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে মোট ৫ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। উপজেলা নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ানঃ- কাপ পিরিচ এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীঃ- দোয়াত কলম মার্কা, এছাড়া মিজানুর রহমান কালু ভূঁইয়াঃ- মটর সাইকেল, এডঃ হুমায়ুন কবির সুমনঃ- ঘোড়া এবং রাকিব মাঝিঃ- আনারস মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ৩ জনের মধ্যে নুরুল হায়দার সংগ্রামঃ- টিউবওয়েল, আবুল বারাকাত মোহাম্মদ রেজোয়ানঃ- চশমা ও হারুনুর রশিদ হাওলাদারঃ- তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জনের মধ্যে রেবেকা সুলতানাঃ- পদ্মফুল ও শিপ্রা দাসঃ- ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মোঃ হেলাল উদ্দিনঃ- আনারস, মোঃ জসিমঃ- দোয়াত কলম ও আবু সুফিয়ান মজুমদারঃ- ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভাইস-চেয়ারম্যান পদে সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থীর মধ্যে রাবেয়া আক্তারঃ- প্রজাপতি ও রুবি বেগমঃ- ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ২ জন প্রার্থীর মধ্যে ওমর ফারুক রুমিঃ- আনারস ও ইন্জিনিয়ার মুকবুল হোসেন পাটোয়ারীঃ- ঘোড়া মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ভাইস-চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থীর মধ্যে ওমর ফারুকঃ- টিউবওয়েল, ইব্রাহিম খলিলঃ- মাইক, তোফায়েল আহমেদ ইরানঃ- উড়োজাহাজ, ইমদাদুল হকঃ- চশমা ও নুর আলমঃ- তালা মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোট ৪ জন প্রার্থীর মধ্যে নাজমুন নাহারঃ- কলস, কামরুন্নাহারঃ- হাঁস, হাসিনা আক্তারঃ- প্রজাপতি ও হনুফা আক্তারঃ- ফুটবল মার্কা নিয়ে ২য় ধাপে আগামী ২১ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।