কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত। প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট, স্ট্রাইকিং ফোর্স, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার মোতায়েন থাকবে। ভোটের দিন পুরো উপজেলা নিরাপত্তার চাদরে মোড়ানো থাকবে।
তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। কোনো প্রার্থী বিশৃঙ্খলা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রার্থী যদি কেন্দ্র দখল করতে চায় ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দেওয়া হবে।
বৃহস্পতিবার জেলার সদর দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। সুষ্ঠু ভোট প্রদানে কেউ বাধা দিলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। সুষ্ঠু ভোট প্রদানের ক্ষেত্রে যা যা করা দরকার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া কেউ যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখন কাউকে চিনি না। আমাদের কাছে সবাই সমান। আশা করছি প্রার্থীরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক রেখে নির্বাচনটি সম্পন্ন করবেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রুবাইয়া খানম।
এ সময় সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম উপস্থিত ছিলেন।