মোঃ রিয়াদুল ইসলাম সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি::
জমি লিখে না দেওয়ায় মানিকগঞ্জের সিঙ্গাইরে জহুরা খাতুন (৭১) নামে এক হতভাগা বৃদ্ধ মাকে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এঘটনায় নির্যাতিত ওই মায়ের দায়ের করা মামলায় ছেলে আনোয়ার সিকদারকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার সিকদার উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে তাকে আজ বুধবার আদালতে পাঠানো হয়।
এছাড়া এদিন রাতে একজন সাজাপ্রাপ্ত ও ৫ জন ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আরো ১১ আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠায় থানা পুলিশ।
মামলার এজাহার ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, জমি লিখে দিতে সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি গ্রামের বৃদ্ধ মা জহুরা খাতুনকে দীর্ঘদিন ধরে শারিরিক ও মানসিক ভাবে নির্বাতন এবং হুমকি দামকি দিয়ে আসছিল তার দুই ছেলে আনোয়ার সিকদার ও অ্যাডভোকেট আব্দুল গফুর সিকদার। এর জেরে তাকে বিভিন্ন সময় মারধর করা হয়। সর্বশেষ গত ১০ এপ্রিল বিকেলে মা জহুরা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও খুন করার হুমকি দেয় তারা। এক পর্যায়ে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এতে তার একটি দাত ভেঙ্গে যায়। তার আর্তচিৎকারে আরেক ছেলে কহিনুর এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এঘটনায় সম্প্রতি ছেলে অ্যাডভোকেট আব্দুল গফুর সিকদার ও আনোয়ার সিকদারকে আসামী করে থানায় মামলা করেন মা জহুরা খাতুন।
থানার পুলিশ পরিদর্শক (ওসি) জিয়ারুল ইসলাম বাংলা ৫২ নিউজ ডটকমকে বলেন, এঘটনায় মায়ের দায়ের করা মামলায় ছেলে আনোয়ার সিকদারকে গ্রেফতার করা হয়। আরেক ছেলে গফুর সিকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃত আনোয়ার সিকদারকে আদালতে পাঠানো হয়। এছাড়াও একজন সাজাপ্রাপ্ত ও ৫ জন ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন মামলার আরো ১১ আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।