১৯ মে,২০২৪, রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনাদর্শ বিষয়ক সেমিনারের ৯১৯ তম পর্ব অনুষ্ঠিত হয়। জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন হাজিগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও বঙ্গবন্ধু গবেষক জনাব মাসুদ আহমেদ।
সেমিনারে আরও যুক্ত হন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এলাচি আক্তার, বি সি এস এডুকেশন ক্যাডার এর সদস্য সহযোগী অধ্যাপক ড. শিমূল বাড়ৈ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী সংগীতা বিশ্বাস, জানিপপ এর ন্যাশনাল ভলান্টিয়ার শারমিন সুলতানা শিমু, সাকিব আহমেদ, বি সি এস এডুকেশন ক্যাডার এর সদস্য সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার সরকার, ব্যাংকার ও নাট্যব্যক্তিত্ব সন্দীপন বিশ্বাস ও সাদিয়া হালিমা।
সেমিনারটি সঞ্চালনা করেন, গোপালগঞ্জস্থ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।
সভাপতির বক্তব্যে ড.কলিমউল্লাহ বলেন , “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ছিলেন একজন খাঁটি বাঙ্গালী।”
প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল মাসুদ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধুর জনবান্ধব স্থানীয় সরকার কাঠামো নিয়ে মূল বক্তব্য পেশ করেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে যুক্ত সহযোগী অধ্যাপক শিমূল বাড়ৈ আলোচনা করেন জাতির পিতার প্রেস ও মিডিয়া ভাবনা প্রসঙ্গে। তিনি প্রখ্যাত গবেষক এস এ করিম থেকে উদধৃতি করেন।
S. A Karim said, “No one can deny that Sheikh Mujib was a larger-than-life in the political landscape of the subcontinent” (Karim, 2005: XV)
গবেষক সাদিয়া মিতু বলেন, “জাতির পিতা বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন।”
সেমিনারটি সঞ্চালনা করেন পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার।