মালিক মনজুর ইতালি প্রতিনিধি
অত্তাভিয়ানো বিডি একতা সংঘ,র সভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী শিমুল হোসাইন আলমাস ও সাংগঠনিক সম্পাদক মাসুম চৌধুরীর আমন্ত্রনে আয়োজনে বিশেষ অতিথি হিসেবে সেন্তসেল্লে ঐক্য পরিষদের সভাপতি ইসরাফিল বারি, জেবি ফুডসের চেয়ারম্যান আশরাফুল আলম রতন, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জসিম উদ্দিন এবং অত্তাভিয়ানো মহিলা সমিতির নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন রোমের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিবর্গ ।
এছাড়াও প্রধান উপদেষ্টা মোহাম্মদ নূর হোসেন, উপদেষ্টা জহিরুল হক, রইস উদ্দিন রাকিব, বাবুল হোসেন, ফারুক হোসেন এবং কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি গাজী সাইফুল ইসলাম, সহ-সভাপতি মুখলেসুর রহমান, সালাউদ্দিন, নূরে আলম, জলিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ইসলাম, সহসাধারণ সম্পাদক বিল্লাল বেপারী, সাংস্কৃতিক সম্পাদক কাদের খান আবির, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী ও সম্মানিত সদস্য তাজুল ইসলামসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের কৃষ্টি সংস্কৃতি তথা বাংলাদেশকে ইতালির তে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে জানান দিতে এমন আয়োজন, জানান সংগঠনের নেতৃবৃন্দ।
রোমের নতুন প্রজন্মরাও এমন আয়োজনে আনন্দিত।
অত্তাভিয়ানো বিডি একতা সংঘ, রোম ইতালির সবসময়ের ব্যতিক্রমধর্মী আয়োজনে কমিউনিটিকে এগিয়ে নেয়ার চেষ্টায় পাশে থাকার কথা জানান ইতালি প্রবাসীরা।
আয়োজনে আনন্দমুখর পরিবেশে ছিল পুরুষদের হাড়িভাঙ্গা ও মহিলাদের বালিশ খেলা। এছাড়াও ছিল আকর্ষণীয় রেফেল ড্র । এসময় বিজয়ীদের এবং সকল শিশুদের পুরস্কার দেয়ার মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির সাথে আগামীর প্রজন্মের সাথে সম্পর্কের এক শক্ত বন্ধন তৈরি করা হয়
অত্তাভিয়ানো বিডি একতা সংঘ, রোম ইতালি তার কার্যক্রমের মাধ্যমে সমাজ পরিবর্তনে অনন্য ভূমিকা রাখবে, আশা ইতালি প্রবাসী বাংলাদেশীদের।