(২৬ জুন) বুধবার রাত ১টার দিকে পাথরঘাটা কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাথা,চামড়া,শিং উদ্ধার। তবে পূর্বের ঘটনাগুলোর মতো এবারেও অপরাধীরা লাপাত্তা! সসুন্দরবন থেকে বার বার হরিণের মাংস উদ্ধার বা পাচারের ঘটনা ঘটলেও এযাবৎ উল্লেখযোগ্য কোনো অপরাধিকে হেফাজতে নিতে পারেনি কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনায় স্থানীয় সুধী মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বুধবার রাতের ঘটনায় কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মতিউর রহমান এর নেতৃত্বে বরগুনার পাথরঘাটা উপজেলাধিন বিশখালী নদী সংলগ্ন লালদিয়া চর থেকে এগুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়। চরটির জঙ্গলের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ২ টি হরিণের মাথা, ৯ টি চামড়া, ১১ টি পা, ৪ টি লেজ এবং ৪ টি শিং উদ্ধার করে তারা। এমন অভিযান অব্যহত থাকুক এমনটিই প্রত্যাশা এই অঞ্চলের সচেতন মহলেস। পাশাপাশি তাদের এটিও প্রত্যাশা যে;পাছারের সঙ্গে যারা দায় দারস্ত করতে পারে সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা সদস্যরা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত হরিণের চামড়া, মাথা, পা, শিং ও লেজ পাথরঘাটা বন বিভাগের নিকট হস্থান্তর করা হয়েছে বলে জানায় কোস্টগার্ড। তবে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ মুঠো ফোন রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।
অমল তালুকদার
পাথরঘাটা বরগুনা