গত কয়েকদিনে রাজনৈতিক অস্থিরতার কারণে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন থেকে বাদ পড়ল বাংলাদেশ। নতুন আয়োজক হিসেবে ঘোষণা করা হয় সংযুক্ত আরব আমিরাতের নাম। এবার আসন্ন এই টুর্নামেন্টের নতুন করে সূচি প্রকাশ করল আইসিসি। একনজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের ম্যাচ কবে-কখন।
আজ সোমবার (২৬ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে নতুন সূচি প্রকাশ করে আইসিসি। ২৩ ম্যাচের এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৩ অক্টোবর বাংলাদেশ-স্কটল্যান্ড উদ্বোধনী ম্যাচ দিয়ে। যেটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৭ ও ১৯ অক্টোবর। প্রথম সেমি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও দ্বিতীয় সেমি শারজাতে হওয়ার কথা রয়েছে। সেমি ও ফাইনালে থাকছে একদিন করে রিজার্ভ ডে।
আর মেগা ফাইনালের হবে ২০ অক্টোবর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। গ্রুপপর্বে ৫ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ইংল্যান্ড। এই ম্যাচটিও শারজাতে অনুষ্ঠিত হবে। ১০ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচটিও শারজাতে রাখা হয়েছে। আর একদিন বিরতি দিয়ে ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে নিগার সুলতানার দল।
এছাড়াও ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে দলগুলো।